শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::

আমার মেয়েরা কোনও বাবা চায় না: সুস্মিতা সেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩

প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন তার কাজের পাশাপাশি নিজের বলিষ্ঠ পদক্ষেপের জন্য সুপরিচিত। মাত্র ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনিকে দত্তক নিয়েছিলেন ‘মিস ইউনিভার্স। ২০১০ সালে আলিশাকেও দত্তক নেন তিনি। এখন দুই সন্তানের একক মা তিনি। টেলিভিশন উপস্থাপক সিদ্ধার্থ কান্নানের সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে, ৪৭ বছর বয়সী অভিনেত্রী তার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বিবাহ সম্পর্কে দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার সময় তিনি তার কন্যা রেনি এবং আলিশাকে দত্তক নেয়ার বিষয়ে মুখ খোলেন।
তার কথায়, “বাবাকে তারা মোটেও মিস করে না। কারণ ওদের জীবনে কোনওদিন বাবা বলে কেউ ছিলই না। আমি যদি ওদের বলি আমার বিয়ে করা উচিৎ। ওরা আমায় বলতে থাকে, ‘কেন? কীসের জন্য? আমরা বাবা চাই না।’
তিনি মেয়েদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, ওদের কাছে আমার বাবা মানে ওদের দাদু সুবীর সেন আছে। উনিই ওদের কাছে সবটা। অভিনেত্রীর মতোই, তার মেয়েরাও তাদের দাদুর সঙ্গে বেশ ঘনিষ্ঠ।
সুস্মিতা সেনের সম্প্রতি প্রকাশিত ওয়েব সিরিজ, ‘তালি’-তে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সুস্মিতা একজন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টের দৈনন্দিন সংগ্রামের উপর ভিত্তি করে শ্রীগৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও, তিনি ডিজনি প্লাস হটস্টারের আর্যা-৩-এ উপস্থিত হতে চলেছেন। রাম মাধবানীর টেলিভিশন সিরিজের দ্বিতীয় অংশটি প্রচুর প্রশংসা অর্জন করেছিল। প্লটটি একটি বিধবাকে ঘিরে আবর্তিত হয়েছে যে তার স্বামীর হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। সূত্র : ফার্স্টপোস্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com