মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩

‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল সোমবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত বিক্ষোভ সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে বিচার বিভাগকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান।
আইনজীবী সমাবেশে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আজ যা দেখছি তাকে বিচার বিভাগ ধ্বংসের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা কোনোভাবে কাম্য হতে পারে না।’ তিনি বলেন, ‘বিচারকরা যদি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তা হলে আইনের শাসন বলতে কিছু থাকে না। বিচার বিভাগ ও প্রশাসন একত্র হলে আইনের শাসন থাকবে না। দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “দেশের ১৮ কোটি মানুষের দাবি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তা না হলে তারা যদি বিচার করেন, সে বিচার হবে না। তা বিচারের নামে অবিচার হবে।” সভায় ইউএলএফের কো-কনভেনার সুব্রত চৌধুরী বলেন, ‘অতীতে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদদের শিক্ষা দিয়েছি। বিচারপতি হোন বা আইনজীবী হোন অন্যায় করে কেউ পার পাবেন না।’
আইনজীবী সমাবেশে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
এতে অংশ নেন আইনজীবী আবেদ রাজা, মামুন মাহবুব, মো: আক্তারুজ্জামান, মোরশেদ আল মামুন লিটন, কামরুজ্জামান মামুন, সগীর হোসেন লিওন, মো: কামাল হোসেন, রেজাউল করীম রেজা, মাহবুবুর রহমান খান, মাহমুদ হাসান, মো: জহিরুল ইসলাম সুমন, শহিদুল ইসলাম সপু, সৈয়দ মো: তাজরুল হোসেন, সালমা সুলতানা, সালা উদ্দিন, মো: মাকসুদ উল্লাহ, মু. কাইয়ুম, আরিফা জেসমিন, নাহিদ সুলতানা, এ কে এম এহসানুর রহমানসহ শতাধিক বিএনপি সমর্থক আইনজীবী।
সুপ্রিম কোর্টসহ দেশের সকল জেলা বারে পোস্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতিসহ দেশে সকল জেলা বারে এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম উই ডোন্ট ওয়ান্ট বায়াস অ্যান্ড আনফেয়ার জুডিশিয়ারি (আমরা প্রভাবিত বিচার বিভাগ চাই না) পোস্টার লাগিয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এমন পোস্টার দেখা যায়। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, আমাদের কথাই ওই পোস্টারে লেখা আছে। সারা দেশে বিচারের নামে প্রহসন চলছে। আদালতের পরিবেশ আজ দ্বিধাবিভক্ত। বলতে দ্বিধা নেই যে আজ বিএনপির জন্য এক আইন প্রচলিত। আর অন্যদের জন্য তাদের উপযোগী আইন প্রচলিত। এই কারণে আমরা বলছি- উই ডিমান্ড ইমপারশিয়াল অ্যান্ড ফেয়ার জুডিশিয়ারি (আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার বিভাগ চাই)। উই ডোন্ট ওয়ান্ট বায়াস অ্যান্ড আনফেয়ার জুডিশিয়ারি (আমরা প্রভাবিত বিচার বিভাগ চাই না)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com