সোমবার, ০৬ মে ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকার গঠন করে নির্বাচনের দাবি-ইসলামি আন্দোলন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট ২০২৩) দুপুর থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে ওই তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, ময়মনিসংহ জেলা (উত্তর) শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম। সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও আল মাসউদ ও সহ সভাপতি মাও লুকমান হাকিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ (উত্তর) জেলার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ। সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ জোবায়ের। ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক। ইসলামি ছাত্র আন্দোলন, ইসলামি যুব আন্দোলন, ইসলামি শ্রমিক আন্দোলন ও ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তুলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com