বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

গলাচিপায় আ’লীগের সভাপতির সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশায় সংবাদ সম্মেলন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ (গলচিপা ও দশমিনা) আসন থেকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ত্যাগী নেতা অধ্যাপক সন্তোষ কুমার দে, গতকাল রবিবার দুপুর ১২ টায় নিজ গৃহে সংবাদ সম্মেলনে লিখিত ভাবে সংবাদ সম্মেলন করে।লিখিত বক্তব্যে তিনি জানান জন্ম তার গোপালগঞ্জে। ছাত্র জীবনে গোপালগঞ্জ স্কুল, কলেজ, থেকে পাশ করে ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ার সময় থেকে, তিনি তৎকালীন ছাত্রলীগ নেতা প্রয়াত বস্ত্র প্রতিমন্ত্রী জননেতা আ,খ,ম জাহাঙ্গীর হোসাইন (এমপি) সাথে সম্পর্ক শেষে , তিনি গলাচিপা ডিগ্রি কলেজে ১৯৭৪ সালে প্রভাষক হিসেবে চাকরি নেন। পরবর্তীতে তিনি ১৯৭৪ সালে থানা আ,লীগের সদস্য পদ নেন। দলের সহ-সভাপতি এবং ২০১৪ সালে ও ২০১৯ সালে দলীয় কাউন্সিলে সভাপতির দায়িত্ব পেয়ে দলীয় কর্মসূচি ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা সহ রাস্ট্রীয় ও সামাজিক, কাজে সরকারের যাবতীয় উন্নয়ন বিষয়ে সহযোগিতা করেন। তিনি পারিবারিক ভাবে একজন সফল পিতা, তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, ছেলে মিডিয়ার সাথে সম্পৃক্ত। তার স্ত্রী মুক্তি রানী দীর্ঘদিন উপজেলা আওয়ামী মহিলা লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী -৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে সমৃদ্ধ করার লক্ষে নিবেদিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আগামী সংসদ নির্বাচনে যোগ্য,সৎ, ও আ,লীগের যে কোন ত্যাগী নেতাকে মনোনয়ন দিবে তার পক্ষে নৌকার বিজয়ের লক্ষে কাজ করবেন। তিনি আরো বলেন দূর্নীতিবাজ, অরাজনৈতিক ব্যাক্তি যেন মনোনয়ন না পায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বি,এন,পি, জামাত শাসন আমলে তার ঘরে হামলা সহ নানান ধরনের সামাজিক ভাবে হয়রানি স্বীকার হন। শেষ জীবনে তিনি বাংলাদেশ আ,লীগের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করার ব্রত রাখেন। তার সভাপতি থাকাকালীন সময়ে, গলাচিপা উপজেলায় কোন সহিংস সন্ত্রাসী কর্মকান্ড হয়নি বলে বিবৃতিতে তিনি জানান। তিনি সততা নিষ্ঠা ও সাংগঠনিক ক্ষমতা নিয়ে বিগত সময়ে দলকে শক্তিশালী করেছে বলে গণমাধ্যম কর্মীদের জানান। সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান সহ প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com