পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব এবং বাল্যবিয়েমুক্ত গ্রাম ঘোষণার লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। জামালপুর পৌরসভার বামুনপাড়া গ্রামে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কামরুন্নাহার, জেলা স্বাস্থ্য, শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, জামালপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসরিন আক্তার, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন, বামুনপাড়া নগর উন্নয়ন কমিটির সভাপতি মিয়ার উদ্দিন মাস্টার, রামনগর নগর উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ হালিম চৌধুরী, উদয়ন ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক জুলকার নাইন রিমন প্রমুখ। সভায় জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া, তিরুথা, রামনগর, দেউরপাড় চন্দ্রা, রশিদপুর গ্রামের দেড়শতাধীক নারী, পুরুষ অংশ নেন। সভাসূত্র জানায় জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় নগর উন্নয়ন কমিটি, উদয়ন ক্লাব, যুবসমাজ, কিশোর, কিশোরীরা গ্রামকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব এবং বাল্যবিয়েমুক্ত গ্রাম গঠনে কাজ করছে। পাখিদের নিরাপদ আবাসনের জন্য গাছে গাছে মাটির কলসি বাধছে, গ্রামের রাস্তা,ঘাট পরিস্কার করছে, আবর্জনা ব্যবস্থাপনার জন্য জনবহুল স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন করেছে, কোন শিশু বিদ্যালয়ের বাইরে থাকছে না, পলিথিন বর্জনের চেষ্টা করছে, বৃক্ষরোপন অভিযান করছে, নার্সারি তৈরি করছে,ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন মানবিক, সামাজিক কাজ করছে। সভায় রশিদপুর গ্রামকে বাল্যবিয়েমুক্ত গ্রাম এবং বামুনপাড়া গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে শিশুদের মাঝে মশারী বিতরণ করা হয়। কর্মএলাকায় দুই হাজার ৬৫৭জন শিশুকে বিনামূল্যে মশারী দেয়া হবে। উল্লেখ হংকং সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম জামালপুর পৌরসভা, লক্ষিরচর, শরিফপুর এলাকায় ১০ বছর মেয়াদী কার্যক্রম বাস্তবায়ন করছে।