পটুয়াখালী দক্ষিণাঞ্চলে হাতছানি দিয়েছে মানুষের ভাগ্য এতে ঘুরে দাড়াচ্ছে স্বাস্থ বিভাগের চিকিৎসা সেবা। বাংলাদেশের দক্ষিণাঞ্চের সর্বশেষ জেলা পটুয়াখালী ও বরগুনা সব কাজে পিছিয়ে থাকলেও এখন আর ভুগতে হচ্ছেনা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সেবায়। এই প্রথম চালু হলো ক্যান্সার চিকিৎসা কেমো থেরাপী। পটুয়াখালীতে ক্যান্সার এর কেমো থেরাপি শুরু হয়েছে মানুষদের এখন, ঢাকা বা বরিশাল আশা যাওয়ার খরচ ও কষ্ট কমবে। পটুয়াখালী শহরের কাজীপাড়া সেন্ট্রাল হাসপাতালে চালু হয়েছে। প্রথম বারের মতো ক্যান্সারের চিকিৎসা কেমো থেরাপী বাংলাদেশ ঢাকার বিএসএমইউ থেকে ক্যান্সার রোগ বিষয়ে উচ্চতর এমডি ডিগ্রী সম্পন্ন করে পটুয়াখালী শহরে এই প্রথম বারের মতো আগত ডাঃ খন্দকার সামসুজ্জামান এর হাতধরে পটুয়াখালী শহরের কাজীপাড়া সেন্ট্রাল হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। ক্যান্সার এর চিকিৎসা এবং কেমো থেরাপী নিতে আসা গ্রাম পর্যায়ের বিভিন্ন রোগী ও রোগীদের সাথে আশা পরিবারের লোকেরা বলেন আমরা গ্রাম পর্যায়ে এই মরণব্যাধি ক্যান্সারে ভুগছি টাকার অভাবে ঢাকা গিয়ে ঠিকমতো চিকিৎসা বা কেমো নিতে পারছি না আর যাদের টাকা আছে তারা ভারত কিংবা বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেয়। ক্যান্সার স্পেশালিস্ট ডাঃ খন্দকার সামসুজ্জামান পটুয়াখালীতে আশার কারনে আজকে আমরা নিজ শহরে চিকিৎসা নিতে পারছি এবং খরচ সাধ্যের মধ্যে চালিয়ে যাচ্ছি। এবিষয়ে উচ্চ চিকিৎস্যক ৩৩ তম বিসিএস (সাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ও ক্যান্সার স্পেশালিস্ট ডাঃ খন্দকার সামসুজ্জামান এর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর চিকিৎসা করা এবং রোগীদের পক্ষেও এরকম ব্যয়বহুল চিকিৎসা সম্পন্ন করা পটুয়াখালী জেলার মতো সিমিত সুযোগ সুবিধায় অনেক কষ্টে সাধ্যে এর মধ্যেই আমরা আমাদের সাধ্যে মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।