ফরিদপুরের বোয়ালমারীতে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পলাতক আসামির নাম জাহিদ শেখকে(৪০)। সে উপজেলার গুণবহা ইউনিয়নের গুনবাহা গ্রামের মান্নান শেখের ছেলে। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ মোট ১৩টি মামলা চলমান। থানা সূত্রে জানা যায়, জাহিদ শেখ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। সম্প্রতি ফরিদপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ার আসামি জাহিদ শেখের অনুপস্থিতিতে ১ বছরের সশ্রম কারাদ-ের রায় প্রদান করে। রায়ের পুর্ব থেকেই সে পলাতক ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে চুরি, মারামারি, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদানসহ সর্বমোট ১৩ টি মামলা চলমান রয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ আগস্ট) বিকালে গুনবাহা তালতলা এলাকা থেকে বোয়ালমারী থানা পুলিশের একটি চৌকসদল অভিযান চালিয়ে জাহিদ শেখকে গ্রেপ্তার করে। ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেপ্তারকৃত আসামি জাহিদ শেখের নামে মোট ১৩টি মামলা রয়েছে। তার নামে ১ বছরের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।