শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::

ইন্দোনেশিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

জ্বালানি আনার ব্যবস্থা মসৃণ করার জন্য ইন্দোনেশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এছাড়া স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধির জন্যও একটি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাকার্তা সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আগামী ৫-৭ সেপ্টেম্বর আসিয়ানের ৪৩তম এবং পূর্ব এশিয়ার দেশগুলোর ১৮তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি জাকার্তা যাবেন। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সফরকালে আসিয়ান, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং প্যাসিফিক আইল্যান্ড ফোরামের মধ্যে একটি সমঝোতা স্মারক হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘গত পাঁচ দশকের বেশি সময় ধরে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্নসহ নানাবিধ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছেৃ জ্বালানি সম্পদে সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থাপনের মধ্য দিয়ে দুই দেশই লাভবান হতে পারে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com