অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বে এক সময় বাংলাদেশকে খুঁজে পাওয়া যেত না। জননেত্রী শেখ হাসিনার ১৪ বছরের আমলে দেশ এখন অর্থনীতিতে ২৫তম স্থান অর্জন করছে।
গতকাল শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্পের উদ্যোগে কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুরে কুমিল্লা নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। মুস্তফা কামাল বলেন, ‘এ নলেজ পার্কের মাধ্যমে সমগ্র কুমিল্লার ছেলে-মেয়েরা প্রযুক্তির ক্ষেত্র এগিয়ে যাবে। আমরা সবাই মিলে কুমিল্লাকে এগিয়ে নেবো।’
সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘কুমিল্লার অনেক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন। এই তরুণ-তরুণীদের যদি আমরা আইটিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে এই অঞ্চলের অর্থনীতির ইকোসিস্টেমে আমূল পরিবর্তন আসবে।’ তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সরকার প্রতিনিয়ত কাজ করছেন। এ অ লের তরুণ-তরুণীদের এ নলেজ পার্কে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে। জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ভাইয়ের পরামর্শে আমরা শিক্ষার্থীদের প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ১৩ হাজার কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। দেশকে উন্নত রাষ্ট্র গড়তে হলে আমাদের সন্তানদের প্রযুক্তিতে এগিয়ে আনতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউল্লাহ, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্পের পরিচালক এ কে এ এম ফজলুলসহ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুর মৌজায় ৭ দশমিক ৮৮ একর জায়গায় এই নলেজ পার্ক স্থাপনের কাজ শেষ হলে প্রায় ১০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া প্রকল্পের আওতায় প্রতি বছর ৩০০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।