শেরপুরে পেসমেকার একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রাম ময়মনসিংহ কর্তৃক এসএসসি-২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা শহরের মাধবপুস্থ পৌর কমিউনিটি সেন্টারে পেসমেকার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। নুসরাত জাহান হৃদি ও রিসাদুল আলম এবং জুবায়ের হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেসমেকার একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রাম (ফাউন্ডার এন্ড সিইও) ডা. অনিক ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পেসমেকার একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রাম (ডিপার্টমেন্ট হেড অব কেমিস্ট্রি)আব্দুর রহমান রাজ্জাক রাজ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক ছাত্র ছাত্রী ও অভিবাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে হিসেবে টি-শার্ট, ক্রেস্ট, চাবির রিং সাটিফিকেট সহ অনান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে ছিলেন পেসমেকারের কোর্ডিনেটর জুবায়ের হাসান, শেরপুর প্রতিনিধি আফিয়া আফরোজ সায়মা এবং জেনিয়া জান্নাত।