শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম ::

পেছানো হলো ‌‘অন্তর্জাল’ সিনেমা মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। আগামী ৮ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও আবার মুক্তির তারিখ পেছালো দীপংকর দীপন পরিচালিত এই সিনেমাটি। সিনেমাটি নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর। রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে সন্ধ্যায় ট্রেলার প্রকাশ করে সিনেমা মুক্তির নতুন তারিখ জানান সংশ্লিষ্টরা।
‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।
এদিকে বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। অনেকে ধারণা করছেন, বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।
এই মুক্তি, এই স্থগিত- এ যেন ‘অন্তর্জাল’ সিনেমার অলিখিত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে! চূড়ান্ত ঘোষণা, এমনকি প্রচারণার পরও একাধিকবার ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। মাস দুয়েক আগে সংশ্লিষ্টরা জানান, এবার আর নড়চড় নয়, আগামী ৮ সেপ্টেম্বরই মুক্তি পাবে এই ছবি। না, এবারও কথা রাখতে পারছেন না ‘অন্তর্জাল’ সদস্যরা। শোনা যাচ্ছে, ফের ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়েছে। গুঞ্জন রয়েছে, এবার শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’র কবলে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। কারণ ৮ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহর ছবিটি।
একটি ঘনিষ্ঠ সূত্রে ‘অন্তর্জাল’ পেছানোর খবরটি জানা গেছে। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দিলেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। উল্লেখ্য, সাইবার-ক্রাইম ও অ্যাকশন ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে নির্মিত এই ছবির প্রযোজনায় রয়েছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com