সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

নেত্রকোনায় দোকানের সামনে দেয়াল তৈয়ার করে ভূমি দখলের অভিযোগ

মোনায়েম খান নেত্রকোণা
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া বাজারে দোকানের সামনে দেয়াল দিয়ে বাধা সৃষ্টি করে ভূমি দখলের অভিযোগ উঠেছে মৃত জব্বারের ছেলে বাচ্ছু মিয়ার বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায়, বিশিউড়া বাজারের মধ্য দিয়ে নেত্রকোনা ঈশে^রগঞ্জ সড়কে আড়াই শতাংশ ভূমি একোয়ারের মাধ্যমে সরকার মোঃ আমসর আলী ও মোঃ আব্দুল জব্বার এই দুই ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে নিয়ে যায়। এর মধ্যে আমসর আলীর ভাই বাচ্ছু মিয়া হঠাৎ করে একোয়ারের ভূমিতে ও মালিকানা দোকানের সামনে একটি দেয়াল তৈয়ার করিলে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকলিমা আক্তার এসে দেয়াল ভেঙ্গে দেন। এই মর্মে নির্দেশ প্রদান করেন যে পরবর্তী সময়ে এই সরকারি ভূমিতে কোন ধরনের দেয়াল তৈয়ার করা যাবেনা। গত কয়েক মাসের ব্যবধানে সরকারি নির্দেশ অমান্য করিয়া বাচ্ছু মিয়া দোকানের সামনে নতুন করে আবারো একটি দেয়াল তৈয়ার করে। এই নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে । জমির মৌজা দক্ষিণ বিশিউড়া,সাবেক খতিয়ান নং ৫২, হাল ৩৬০ সাবেক ৩৪৮ হাল ৮০০ অধিগ্রহণ কৃত জমির পরিমান ২.৫০, এই সম্পত্তি সরকার একোয়ার করে নিয়েছে। বাচ্ছু মিয়া এসে এই সরকারি ভূমিতে বারবার দেয়াল তৈয়ার করে বাজারের ব্যবসায়ী আব্দুল জব্বারের দোকানের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দেয়াল তৈয়ারে নিষেধ করিলে বাচ্ছু মিয়া, দোকানের কর্মচারী ও অন্যান্য ব্যবসায়ীদের খুন জখমের হুমকি প্রদান করেছে। ন্যায় বিচারের আশায় ভূমি অফিস সহ গতকাল শনিবার বিকালে সাংবাদিক ও সুধি মহলে মোঃ আব্দুল জব্বার মাস্টার বাচ্ছু মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বাচ্ছু মিয়ার সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়। এই নিয়ে সদর উপজেলা বিশিউড়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সিরাজুল হক সরেজমিনে গিয়ে অবৈধ দেয়াল উচ্ছেদের জন্য বাচ্ছু মিয়াকে তিনদিনের আলটিমেটাম দেন। না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com