সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

কলমাকান্দায় সড়কের বেহাল দশা চলাচলে চরম দুর্ভোগ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নেত্রকোনার কলমাকান্দায় ডোয়ারিয়াকোনা গোরস্থান হতে আনন্দপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার ভাঙ্গাচুরা সড়কটিতে দেখা দিয়েছে চলাচলে চরম দুর্ভোগ। সড়কটি মেরামতের কোন উদ্যোগ না নেওয়ায় কলমাকান্দা সদর, খারনৈ ও রংছাতি ইউনিয়নের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জানা গেছে, ডোয়ারিয়াকোনা গোরস্থান হতে আনন্দপুর সড়কটি ২০০৪ সালে দাতা সংস্থা ইউএসএ আইডির সহযোগীতায় কলমাকান্দা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দুটি বক্সকালভার্ট সহ কার্পেটিং সড়ক নির্মাণ করেন। এরপর থেকে এ সড়কে কোনো সংস্কার বা মেরামত করা হয়নি। শনিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, কলমাকান্দা উপজেলার ডোয়ারিয়াকোনা সার্বজনীন গোরস্থান ভায়া আনন্দপুর হয়ে কলমাকান্দা টু গোবিন্দপুর পাকা সড়ক পর্যন্ত সড়কের বেশির ভাগ জায়গা ভেঙ্গে গেছে। তাছাড়া সড়কটিতে বেশ কয়েকটি ছোট-বড় গর্ত হয়েছে। এ সড়কে ছোট-বড় সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাতে আধাঁরে পথচারিরা হাঁটতে গিয়েও দুর্ঘটনার শিকার হচ্ছেন। জরুরি ভিত্তিতে ওই সড়কের মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিব শংকর ধর বলেন, সম্প্রতি সড়কটি চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। বর্তমানে সড়কটিতে খানাখন্দ হওয়ায় চলাচল কষ্টকর হয়ে পড়েছে। এ সড়কের বেশ কিছু জায়গায় গর্ত হওয়ায় রাতে চলাচলের সময় গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এলজিইডির কলমাকান্দা উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী সমকালকে বলেন, এ সড়কটি মেরামতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি অতিদ্রুত সময়ের মধ্যেই মেরামতের কাজ শুরু করা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com