শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
ফ্যাসিস্ট সরকার ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : টুকু ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের দেয়া হচ্ছে ক্ষুদ্র অস্ত্র : ডিএমপি কমিশনার রাজধানীতে গোলাপি বাসে যাত্রী পরিবহন শুরু হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে চীনের কাছে কেন হারছে ভারত? ফ্যাসিস্ট দুঃশাসনের আইকন ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি এখন ধ্বংসস্তূপ বিশৃঙ্খলায় প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কি না জানার চেষ্টা করব : মেজর হাফিজ টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না দেখে নিন

বোয়ালমারীতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় তিন জনকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। আটককৃতদের রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- সালথা উপজেলার ফুকরা গ্রামের মো. মাসুদ ফকির(৩৬), মো. কুরাত আলী শিকদার(২৫) এবং বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের কানু কুমার বিশ্বাস(৩০)। এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশ জানতে পারে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের আবুল বাসার মিয়ার বাড়ির সামনে কিছু ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। পরে বোয়ালমারী থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে মো. মাসুদ ফকির, মো.. কুরাত আলী শিকদার এবং কানু কুমার বিশ্বাসকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় রবিবার বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ ম-ল বাদি হয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা করেছেন। পরে দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com