মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

বরিশালের মুলাদীতে হত্যা মামলার আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল সরকারী পলিটেকনিক্যাল কলেজ সড়কস্থ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। গ্রেফতাররা হলেন- মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের আবুল কালাম সরদারের দুই ছেলে মো. কামাল সরদার(৪০) ও মো. জামাল সরদার(৩৫), একই এলাকার মুজাহার সরদারের ছেলে মো. মানিক সরদার(৪২), ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের মো. আলম মীর(৫০), মো. মাসুম সরদার(২৬), মো. জুয়েল বেপারী(৩৫), এবং মো. মেহেদী হাসান মাঝি(২২)। পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় হত্যা মামলার আসামি রাজীব চৌধুরী পুলিশের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে গুলিবর্ষণ করে। পরে আত্মরক্ষার্থে পুলিশও গুলিবর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজীবকে গ্রেফতার করা হয়। একই সময় ঘরের অন্য পাশ থেকে আরও একজন সন্ত্রাসীকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। ঘরের মধ্যে থেকে পালানোর চেষ্টাকালে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও বলেন, তাদের অবস্থানরত টিনের ঘর তল্লাশি করে দুটি দেশীয় পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি গুলির খোসা, তিনটি স্পিংযুক্ত এসএস স্টিলের চিকন রড, তিনটি লোহার তৈরি রামদা, চারটি কিরিচ উদ্ধার করা হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com