শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

জনগণ একদিকে, ভোট চোরেরা আরেকদিকে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

আদমদীঘির পথসভায় আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন সমাধান হবে রাজপথে। তার প্রমাণ আমরা বগুড়াতে দেখছি। ভোট চোরকে রুখতে হবে, ভোট চোরের আস্তানা ঘুরিয়ে দিতে হবে।
তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। আজকে দেশের জনগণ একদিকে, ভোট চোরেরা আরেকদিকে।
গতকাল রোববার দুপুরে বগুড়া থেকে তারুণ্যের রোডমার্চ শুরুর পর আদমদীঘিতে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একদফা দাবিতে ভোটাধিকার প্রতিষ্ঠায় বগুড়া থেকে রাজশাহী অভিমুখে রোডমার্চ করছে বিএনপির তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক এবং ছাত্রদল। রোডমার্চে বিপুলসংখ্যক নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলে করে অংশ নিয়েছেন।
আওয়ামী লীগের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, সেলফি তুলে কোনো লাভ হবে না, ফটোসেশন কোনো কাজে আসবে না। সুতরাং আপনাদের ঐক্যবদ্ধভাবে ভোট চোরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে আইনের শাসন ফিরে আসবে জনগণের নিরাপত্তা ফিরে আসবে। তাহলে শান্তিতে, স্বস্তিতে বসবাস করতে পারবে মানুষ। নেতাকর্মীদের প্রয়োজনের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে বলেও আহ্বান জানান খসরু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com