শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
ফ্যাসিস্ট সরকার ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : টুকু ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের দেয়া হচ্ছে ক্ষুদ্র অস্ত্র : ডিএমপি কমিশনার রাজধানীতে গোলাপি বাসে যাত্রী পরিবহন শুরু হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে চীনের কাছে কেন হারছে ভারত? ফ্যাসিস্ট দুঃশাসনের আইকন ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি এখন ধ্বংসস্তূপ বিশৃঙ্খলায় প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কি না জানার চেষ্টা করব : মেজর হাফিজ টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না দেখে নিন

গজারিয়ায় সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের সাথে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গজারিয়ায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসলাম খান, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খাঁন প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় আরও বক্তব্য দেন, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেঙ্গারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন মোল্লা প্রমুখ। চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে একই স্থানে সামাজিক-সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। আগে তিনি উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত বাংলা চলচ্চিত্রের এক সময়ের নায়ক রুবেল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com