রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

ফরিদপুরে সংবর্ধিত হলেন বৃক্ষপ্রেমী মো: নুরুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

পেশায় স্কুল শিক্ষক কিন্তু বৃক্ষের প্রতি তার ভালোবাসা গভীর থেকে গভীরতম।সেই ছোট বেলা থেকেই তিনি বৃক্ষ রোপন করে আসছেন, তার বৃক্ষ রোপন বাড়ির আঙ্গিনা থেকে শুরু হলেও এখন তা ছড়িয়ে পরেছে পুরো ফরিদপুর জুড়ে। এখন সে ফরিদপুরবাসীর কাছে বৃক্ষপ্রেমী নুরুল স্যার নামে বেশী পরিচিত।ফরিদপুর শহরের বেশ কিছু রাস্তার দু পাশের ফাঁকা জায়গায় চোখ পড়লেই দেখা মেলে বিভিন্ন বৃক্ষের তার একটি অংশই ফরিদপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক মো: নুরুল ইসলামের রোপন করা।নিজের বেতনের টাকা থেকে একটি অংশ তিনি বৃক্ষ রোপনে ব্যায় করেন। পরিবেশ রক্ষা ও ফরিদপুর শহরের সৌন্দর্য় বাড়াতে এ পর্যন্ত তিনি শিক্ষা প্রতিষ্টান, বিভিন্ন সড়ক, ও রেল রাস্তার দুইধারে প্রায় ২০ হাজার তালবীজ বপন করেছেন, নদীর পাড় ঘেষে বটবৃক্ষ রোপন করেছেন। সৌন্দর্য় বাড়াতে শহরের বিভিন্ন সড়কের দুই পাশে ৬শতাধিক সুপারী গাছের চারা, শেফালী, বকুল, রাধা চুড়া,কৃষ্ণচূড়া,টগর,জুই,জবাসহ অন্যান্য গাছসহ লাগিয়েছে প্রায় পাচঁ হাজার। তার এই বৃক্ষায়ন ও বৃক্ষের প্রতি ভালোবাসার জন্য স্বীকৃতি হিসেবে “ওরা ১১ জন বন্ধু” মহলের পক্ষ থেকে মো: নুরুল ইসলামকে সম্মননা প্রদান করা হয়। রবিবার (১৮ সেপ্টেম্বর)রাতে স্থানীয় দৈনিক ফতেহাবাদ কার্যালয়ে এ উপলক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারই পিতা প্রবীণ রাজনীতিবিদ লেখক ও কবি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকীর। বৃক্ষ রোপনে বিশেষ অবদান রাখায় পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকিরের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন বৃক্ষপ্রেমী মো: নুরুল ইসলাম। এ সময় “ওরা ১১ জন বন্ধু” মহলের বন্ধু নাবলু পাটোয়ারী,জিল্লুর রহমান রাহাত, শাখাওয়াত হোসেন চৌধুরী নিঝুম, সঞ্জিব দাস, কামরুল হাসান জুয়েল, রামপ্রসাদ সাহা, আবু নাছির আলম, আব্দুল হাকিম, রুহুল পাশা, মাহবুব হোসেন পিয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরেন্য রবীন্দ্র সংগীত শিল্পী মো: শাখাওয়াত হোসেন, শরীফ মাহমুদ সোহান,তামান্না আক্তার ও বাউল আবুল খায়ের সংগীত পরিবেশন করেন। সংবর্ধিত বৃক্ষপ্রেমী মো: নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু, মানুষের জীবন ও জীবিকার সাথে বৃক্ষ সরাসরি জড়িত, তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষা পেতে আমি ২০ হাজার তালবীজ রোপন করেছি, পাশাপাশি শহরের সৌন্দর্য় বাড়াতে বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করে যাচ্ছি। মো: নুরুল ইসলাম বলেন,আজকের এই সম্মননা কাজের প্রতি আমার আরো আগ্রহ বেড়ে গেল।তিনি ভবিষৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে সবাইকে বেশী বেশী গাছ লাগানোর আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com