শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যাকা- নিয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব সিরাজুস কাজি। তিনি বলেছেন, আমরা তো ভারতকে জানি। তাই কানাডার অভিযোগ শুনে আমরা বিস্মিত নই। গতকাল বুধবার জাতিসংঘে পাকিস্তান মিশনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেছেন। এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সঙ্গে ৫ দিনের জন্য জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন। সেখানে সিরাজুস কাজি বলেন, কানাডায় ভারতের সন্ত্রাসের বিষয়ে পাকিস্তান বিস্মিত নয়।
তিনি আরও বলেন, এর আগে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করেছিল পাকিস্তান। ২০১৬ সালের মার্চে বেলুচিস্তানে সক্রিয় ভারতের ‘র’-এর অপারেটিভ ছিলেন তিনি। তাই কানাডার অভিযোগে অস্বাভাবিক কিছু দেখছে না পাকিস্তান। পরে ভারতীয় ওই গুপ্তচরকে মৃত্যুদ- দেয়া হয়। তার আগে তাকে দোষী প্রমাণ করা হয়। উল্লেখ্য, সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছেন, তার দেশে শিখ নেতা হরদিপ সিং নিজারকে হত্যায় সরাসরি ভারত জড়িত থাকতে পারে।