রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা রাস্তায় নেমেছি, আমরা পদযাত্রা করেছি, রোডমার্চ করছি। জনগণকে সাথে নিয়ে মাঠে আছি। কথা পরিষ্কার শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।’
গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবীতে এ সমাবেশ করে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার কানের সমস্যা কারণে তাকে আমেরিকা চিকিৎসার ব্যবস্থা করেছিল। আমরা কিন্তু ভুলে যাইনি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এটা জীবন-মরণ বিষয়। কিন্তু সরকার তার চিকিৎসার ব্যবস্থা করছে না।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে দেশে যদি কেউ নির্যাতিত, বঞ্চিত থাকেন তিনি বেগম খালেদা জিয়া। তাকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে আটকে রেখেছে সরকার। তিনি একজন হ্যামিলিনের বাঁশিওয়াল। তার ডাকে কোটি কোটি কোটি মানুষ বেরিয়ে আসত, অথচ এই ফ্যাসিস্ট সরকার তাকে গৃহবন্দী করে রেখেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এ সরকার কাউকে ভোট দিতে দেয় না। সবকিছু জোর করে কেড়ে নেয়। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ যখন সুষ্ঠু নির্বাচন চাচ্ছে নির্দলীয় সরকারের অধীনে, তখন সরকার সংবিধানের দোহাই দিয়ে যাচ্ছে। কিসের সংবিধান, যেটা তোমরা কাটাছেঁড়া করে শেষ করে দিয়েছ।’
তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের একটি টিম এসেছিল দেখতে দেশে নির্বাচনের ব্যাবস্থা কেমন। তারা বসেছিলেন দেশের রাজনীতিবিদ, কূটনৈতিক, পত্রিকার সম্পাদক ও জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে। তারা বলেছিলেন, দেশে গিয়ে বলব, এ দেশে নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবো কি না। তারা কি বলেছে? তারা বলেছে, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। তাই তারা পর্যবেক্ষক টিম পাঠাবে না। একথা বিশ্বের সবাই জানে। এমনকি জাতীয় পার্টি বলেছে, যদি সরকার পদত্যাগ না করে তবে এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।’
‘আন্দোলন, আন্দোলন, আন্দোলনের মধ্যে দিয়ে এ সরকারকে পরাজিত করতে হবে। একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যাবস্থা করতে হবে,’ বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আমাদের মা-বোনেরা জেগেছে, তারা এ সরকার যে আর ক্ষমতায় দেখতে চায় না। দয়া করে সংসদ বিলুপ্ত করে নির্বাচন দিন।’
তিনি বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি পদযাত্রা করেছি, রোডমার্চ করছি। জনগণকে সাথে নিয়ে মাঠে আছি। কথা পরিষ্কার শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা তো বেশি কিছু চাইনি। শুধু চেয়েছি সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন দিন।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল প্রমুখ।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে- এই বাংলাদেশকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে সেই বাংলাদেশকে এগিয়ে আসতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে হবে ও একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অবশ্যই হাসরকারকে পদত্যাগ করতে হবে। তারা ক্ষমতায় থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এখনও সময় আছে। বাংলাদেশের মানুষকে রেহাই দেন। অনেক নির্যাতন করেছেন। অনেক সহ্য করেছি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পদত্যাগ করুন।’
গতকাল শুক্রবার আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট সংলগ্ন ময়দানে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যকে সরকার আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাদ- দিয়েছে এবং শর্ত দিয়েছে, বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। চিকিৎসা একটি মৌলিক অধিকার। তার চিকিৎসকরা বলছেন, যদি তার সঠিক চিকিৎসা না হয়, তবে তার জীবন বিপন্ন হবে।’
তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমরা যতকিছু পেয়েছি, সবকিছু এই তরুণদের আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছি। বিগত দিনগুলোতে তরুণদের কারণেই স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা। আর আপনাদেরকে নিরপেক্ষ ভোটের জন্য লড়াই করতে হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com