শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::

মা-বাবার স্বপ্ন পূরণে নববধূকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন ইঞ্জিনিয়ার ছেলে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

ঠাকুরগাঁওয়ে মা-বাবার স্বপ্ন পূরণে নববধূকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন ইঞ্জিনিয়ার ছেলে স্বপ্ন সামিউল্লাহ।
কয়েক বছর আগে হেলিকপ্টারে পুত্রবধু আনার একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে পিতার শখ জাগে, তিনিও তার ছেলেকে বিয়ে দিয়ে হেলিকপ্টারে ছেলের বউ ঘরে তুলবেন। সাধ থাকলেও সাধ্য হয়ে না ওঠার কারণে দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছে পিতা-মাতার। সে স্বপ্ন আজ পূরণ হয়েছে।
ইঞ্জিনয়ার স্বপ্ন সামিউল্লাহ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামের শরীফ হাসানের ছেলে।
গতকাল শনিবার বিকেলে হেলিকপ্টারে রাণীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামে নিজ বাড়িতে ছেলের বউ নিয়ে আসেন ছেলে স্বপ্ন সামিউল্লাহ।
শরিফ হাসানের চার সন্তানের মধ্যে তৃতীয় ছেলে স্বপ্ন সামিউল্লাহ। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি সিঙ্গাপুরে থাকা অবস্থায় ভিডিও কলে সামাজিক নীতি মেনে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ থেকে সদ্য ফাইনাল পরীক্ষা শেষ করা মুমতারিন নাজনীন সুইটির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
দেশে এসে বাবা মায়ের ওই শখ পূরণে আনুষ্ঠানিকভাবে প্রথমে ঢাকা থেকে পাবনা শ্বশুরবাড়ী সেখান থেকে নিজ বাড়িতে হেলিকপ্টারে চড়ে আসেন নবদম্পত্তি।
এ সময় আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ জড় হয় এ দৃশ্য দেখতে। স্থানীয় দোকানদার আনোয়ার হোসেন বলেন, ‘গ্রামের মানুষ এত কাছে থেকে কোনো দিন হেলিকপ্টার দেখতে পায়নি। স্বপ্ন সামিউল্লাহের বিবাহ উপলক্ষে হেলিকপ্টার গ্রামে আসায় গ্রামবাসী আনন্দিত ও গর্বিত।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com