শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম ::

কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে গত ২২ সেপ্টেম্বর(শুক্রবার) রাজধানীর একটি মিলনায়তনে কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৩ -এর পুরস্কার প্রদান করা হয়। কিশোরকণ্ঠ পত্রিকার সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জিদ মাহমুদ এবং কিশোরকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক নূরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক শাহাদাৎ সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক মতিউর রহমান মিয়াজী, কিশোরকণ্ঠ পরিবারের সদস্য গোলাম মোস্তফা, আতিকুর রহমান, আতাহারুল ইসলাম, ফয়জুল্লাহ মাহমুদ, নাহিদ হাসান, আমিনুল ইসলাম, নাহিদ জিবরান, আবদুল বাতেন, মোবারক হোসাইন, রেদওয়ান রাওয়াহাসহ অভিভাবকবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন, আমরা এমন একটা সময় পার করছি, যেসমটায় কিশোররা নানা ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। নানা ধরনের নেশায় জড়িয়ে পড়ছে। অথচ এই কিশোরদের হাওয়ার কথা ছিলো আলোকিত মানুষ। আজকে যখন মিডিয়াগুলোতে অশ্লীলতার উৎসব চলছে, সেই মুহূর্তেও কিশোরকণ্ঠ তরুণ মেধাবিদের মেধা ও নৈতিকতা বিকাশে কাজ করে যাচ্ছে। কিশোরকণ্ঠ চাই নৈতিকতা সম্পন্ন আর্দশ নাগরিক তৈরি করতে। আর তাই তরুণদের পাঠমুখী করতে বছরব্যাপী কিশোরকণ্ঠ নানা আয়োজন করে আসছে। শিশুকিশোরদের মধ্যে পাঠাভাস তৈরিতে ২০১২ সাল থেকে কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করছে। কিশোরকণ্ঠ আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে ‘কিশোরকণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো’ স্লোগানকে ধারণ করে শিশুকিশোরদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কাজ করে যাচ্ছে। কিশোরকণ্ঠ আরো এগিয়ে যাক। ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি শিশুকিশোরের হাতে এই প্রত্যাশা।
উল্লেখ্য এবারের প্রতিযোগিতা দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। ১ম পর্ব আঞ্চলিক পর্যায়ে এবং ২য় পর্ব জাতীয় পর্যায়ে। মে, জুন এবং জুলাই মাসের কিশোরকণ্ঠের উপর অনুষ্ঠিত ১ম পর্বের উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় সারাদেশ থেকে দেড় লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে আঞ্চলিক পর্বের বাছাই শেষে দেশব্যাপী ১৪০টি সেন্টারে ১৪০০ জনকে নিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষা ১৮ই আগস্ট ২০২৩ সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা শেষে গত ৩ সেপ্টেম্বর রবিবার সকালে পত্রিকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পর্যায়ের ১০ জন বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে মোট ১৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা), দ্বিতীয় পুরস্কার ২০,০০০/- (বিশ হাজার টাকা), তৃতীয় পুরস্কার ১৫,০০০/- (পনের হাজার টাকা), ৪র্থ থেকে ১০ম পর্যন্ত ৫০০০/- (পাঁচ হাজার টাকা) এবং সনদ, ক্রেস্ট ও মূল্যবান বই প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ে পুরস্কার বিজয়ী যারা:১ম স্থান: রাকিব আল মুবাশ্বির,৭ম শ্রেণি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও ২য় স্থান: মো. তারিক হাছান, আলিম ২য় বর্ষ, নোহার নান্দলা আলিম মাদরাসা, কিশোরগঞ্জ ৩য় স্থান: মো. রিয়াদ শেখ, ১০ম শ্রেণি, বেণীপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া৪র্থ স্থান: জান্নাতুন নাঈম নাবা, ৮ম শ্রেণি, রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল, বগুড়া ৫ম স্থান: তাহমিদ হোসেন মাহীন, ৮ম শ্রেণি, দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর৬ষ্ঠ স্থান: আখি মনি, ৭ম শ্রেণি, গোবর্দ্ধন হায়দারিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট৭ম স্থান: মো. ইসরাফিল হোসাইন, আলিম ১ম বর্ষ, যুক্তিখোলা ফাযিল মাদরাসা, কুমিল্লা ৮ম স্থান: মো. হাসিম আলী, একাদশ, কুমারখালী সরকারি কলেজ, কুষ্টিয় ৯ম স্থান: আবদুল হাদী, ১০ম শ্রেণি, কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া ১০ম স্থান: আসাদুল্লাহ কাওসার, একাদশ, হাবিব উল্লা কলেজ, শরীয়তপুর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com