শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::

খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

শামীম আহমেদ,বরিশাল :
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসা সহ মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি। রোববার (২৪) সেপ্টেম্বর বেলা ১১টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব অহেদুল ইসলাম প্রিন্সের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব সাবেক জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, কেন্দ্রীয় বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু,বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চু,বরিশাল জেলা তাঁতীদল আহবায়ক এ্যাড. আনিসুর রহমান আনিস,বরিশাল জেলা স্বেচ্ছাবেকদল আহবায়ক রফিকুল ইসলাম জনি। এর পর্বে বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করে। এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল জেলা বিএনপি সদস্য মুসফিক হাসান মাসুম, বরিশাল জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,বরিশাল সদর উপজেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম,যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান সাবু,যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান,বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব নাসির হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম সহ বিভিন্ন উপজেলার আহবায়ক,সদস্য সচিব ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। এসময় বক্তরা বলেন বর্তমান অবৈধ শেখ হাসিনার সরকার বিচার বিভাগের বিচারকদের দলীয়করন করে তাদের দিয়ে ফরমায়েসি রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে এখন বিনা চিকিৎসায় হত্যা করার পরিকল্পনা করছে। এসময় তারা আরো বলেন আজ বর্তমান সরকার দেশবাশি সহ আন্তর্জাতিকভাবে এক স্বৈরাচারী সরকার হিসাবে চিহ্নিত হয়েছে। যদি দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার ও তার দল আওয়ামী লীগকে এর দায় দায়িত্ব বহন করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com