শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::

রাতের ভোটের এই সরকারকে জনগণ আর দেখতে চায় না–মুহাম্মদ ফখরুল ইসলাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
সিলেট, কুমিল্লা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে চরম দলন ও পীড়নের পথ বেছে নিয়েছে। জামায়াত নেতাদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছেন। তাদের নির্মমতা অতীতের সকল স্বৈরাচারী শাসনকে হার মানিয়েছে। একের পর এক শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে ফরমায়েসী সাজা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে সরকার ক্ষান্ত হয়নি। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দকে বছরের পর বছর বিনা বিচারে কারাগারে আটকে রেখেছে।
তিনি বলেন, দেশব্যাপী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বায়বীয় মামলা দিয়ে গ্রেফতার নির্যাতন চালাচ্ছে। আদালত থেকে জামিন লাভ করলেও সরকার তাদের মুক্তি না দিয়ে ফের মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার দেখাচ্ছে। যা আইন ও মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন। সরকার গণতান্ত্রিক ব্যবস্থা, বিচার ও প্রশাসনিকসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ অবস্থায় জাতির মুক্তির জন্য জুলুমবাজ সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। দেশ ও জাতিকে বাঁচাতে এ সরকারের পতনের বিকল্প নেই। রাতের ভোটের এই সরকারকে জনগণ আর এক মূহুর্ত দেখতে চায়না। অবিলম্বে আমীরে জামায়াতসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনরায় চালু করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন।
তিনি মঙ্গলবার জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মুহাম্মদ আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, ফয়জুল ইসলাম জায়গীরদার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মিসবাহুল করিম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। কিন্তু সরকার জনদাবীকে উপেক্ষা করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে রেখে ফের পাতানো নির্বাচনের দিকে হাঁটছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে দেশব্যাপী বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচীতে বার বার বাধাঁ দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। ফ্যাসিস্ট সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবেনা। অবিলম্বে আমীরে জামায়াতসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহাল করে সরকারকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যথায় দেশে আর কোন পাতানো নির্বাচনের বাকশালী স্বপ্ন দেশপ্রেমিক জনতা পূরণ হতে দিবেনা।
কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও সারাদেশে নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে নগরীর রাণীরবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে অশোকতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মহানগর জামায়াতের
সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
উত্তর সমাবেশে মহানগর সেক্রেটারি অধ্যাপক এমদাদুল হক মামুন বলেন সরকার অন্যায়ভাবে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দদের আটক রেখেছে অবিলম্বে সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে এবং কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে হবে।বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারিতে বিক্ষোভ মিছিল
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর আব্দুর রশিদ, নায়েবে আমীর জননেতা ডক্টর খায়রুল আনাম ও মাওলানা আব্দুস সাত্তার ।
সিরাজগঞ্জ জেলা
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা।
দিনাজপুর জেলা
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা বিক্ষোভ মিছিল বের করে।
শরীয়তপুর জেলা
অদ্য ২৬ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা কে,এম মকবুল হোসাইন এর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে আরো ও উপস্থিত ছিলেন পৌর আমীর শহীদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা বেলাল হোসাইন, ডামুড্ডা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম সহ জেলা নেতৃবৃন্দ।
চট্রগ্রাম উত্তর জেলা
চট্টগ্রাম উত্তর জেলা উদ্যোগে আজ ২৬ শে সেপ্টেম্বর আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। অনুষ্ঠিত হয়েছে।
এতে নেতৃত্ব দেন জেলা সেক্রেটারি আলাউদ্দিন সিকদার।
কুমিল্লা দক্ষিণ জেলা
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান,উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা মজলিসে শুরা সদস্য এস এম মহি উদ্দিন, জামাল উদ্দিন। ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com