বুধবার, ১৫ মে ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান দৈনন্দিন জীবনে চলাফেরায় নিজের মর্যাদা অটুট রাখুন কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল

আবারো জরিমানার কবলে বাবর আজম

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

এবারের বিশ্বকাপের অন্যতম তারকা হতে পারেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার গতিশীল ফর্মের ওপর ভর করেই ছক কষেছে পাকিস্তান টিম। তবে নিজের গাড়ির গতি সামলাতে পারলেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ট্রাফিক আইন ভাঙার মাসুলও গুনতে হলো তাকে। এশিয়া কাপের পর দেশে ফিরেছেন কয়েক দিন আগে। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও হাতে রয়েছে অবসর সময়ও। তাই গাড়ি নিয়ে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন নিজের প্রিয় শহরের নানা জায়গায়। বাবর আবার গাড়িতে বসে গতির ঝড় তুলতে ভালবাসেন। তা করতে গিয়েই বিপাকে পড়লেন তিনি। নতুন অডি গাড়ি নিয়ে লাহোরের রাস্তায় বেরিয়ে ছিলেন বাবর। নিজেই চালাচ্ছিলেন তার গাড়ির গতি দেখে সন্দেহ হয় পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ ও মোটরওয়ে পুলিশের। পরীক্ষা করে দেখা যায় সন্দেহ অমূলক নয়। বাবরের গাড়ির গতি ছিল নির্ধারিত সর্বোচ্চ সীমার থেকে বেশি। ট্রাফিক আইন ভেঙে হাতে নাতে ধরা পড়ে যান বাবর। পাকিস্তানের ক্রিকেট অধিনায়ককে ছাড় দেননি পুলিশ কর্তারা। জরিমানার চালান কেটে ধরিয়ে দেয়া হয়।
এই নিয়ে কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় বার শাস্তির মুখে পড়লেন বাবর। দিন কয়েক আগেই গাড়িতে নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেট লাগানোয় জরিমানা দিতে হয়েছিল পাকিস্তানের অধিনায়ককে। লাহোরের লিবার্টি চকে তার গাড়ি আটকে ছিলেন শুল্ক দফতরের কর্তারা। গাড়ির কাগজ এবং লাইসেন্স খতিয়ে দেখা হয়। সেবারও নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেটের জন্য জরিমানা দিয়ে তবে ছাড় পান বাবর। তাকে অবিলম্বে গাড়ির নম্বর প্লেট পাল্টানোর পরামর্শও দেয়া হয়েছিল। সূত্র : জিও নিউজ, আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com