শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

পটুয়াখালীতে চাঞ্চল্যকর শিশু হত্যা ও মৃতদেহ গুমের ঘটনায় গ্রেফতার-২

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

পটুয়াখালীর আউলিয়াপুরে চাঞ্চল্যকর ১০ বছরের শিশু রাতুল’কে হত্যাপূর্বক মৃতদেহ গুমসহ চেতনানাশক প্রয়োগের মাধ্যমে চুরির ঘটনার মূল রহস্য উদঘাটন, মৃত দেহ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার সহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন আসামীরা সুকৌশলে গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে আউলিয়াপুরের গোলাম রহমান লিটন এর বসত ঘরের মধ্যে প্রবেশ করে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য প্রয়োগকরে ঘরের সকলকে অচেতন করে বসত ঘর সংলগ্ন ডেকোরেটর দোকান ঘরের মধ্যে প্রবেশ করে ডেকোরেটরের রুমের মধ্যে থাকা মালামাল চুরি করাসহ অজ্ঞাত কারনে বাদীর ক্ষতি করার জন্য বাদীর শিশু সন্তান মোঃ রাতুল(১০)‘কে জোর পূর্বক বসত ঘরের পিছনের দরজা দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এরূপ সংবাদ প্রাপ্তির সাথে সাথে পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন পূর্বক বিভিন্ন তথ্য, উপাত্ত, আলামত সংগ্রহ পূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটনের তৎপর হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে সদর থানার একটি চৌকস আভিযানিক দল গত ২৫ সেপ্টেম্বর রাতব্যাপী অভিযান চালিয়ে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রাম হতে ঘটনার সাথে জড়িত (১) মোঃ আনোয়ার হোসেন(৪৫) ও (২) মোঃ হানিফ হাওলাদার(৪১) কে গ্রেফতার করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com