শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

নগরকান্দায় থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

নগরকান্দায় থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির হলরুম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল। বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, এস আই সেলিম, এএসআই শাজাহান, বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী এবং সুশীল সমাজের লোকজন। প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল বলেন নগরকান্দায় সকল ধরনের অপরাধ রোধকল্পে সব সময় থানা পুলিশ প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন একজন চৌকস পুলিশ অফিসার। তিনি সবসময়ই মাদক, জুয়া, বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। এসপি স্যারের দিক নির্দেশনা পালনে নগরকান্দা থানা পুলিশ  সর্বদা প্রস্তুত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com