প্রথমবারের মতো নিশ্চিত করলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) এর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এবার নিজেই জানালেন অক্টোবরেই নির্বাসন থেকে দেশে ফিরছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ২০১৯ সালের নভেম্বর থেকে চিকিৎসার নামে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে আছেন তিনি। শুক্রবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে স্ট্যানহোপ হাউসে বৈঠক করেছেন। সেখানেই দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পিএমএলএন নেতা চৌধুরী তানভীর, দানিয়াল চৌধুরী, চৌধুরী নাদিম খান, ড. আনজুম ও অন্যরা। ওই বৈঠকে উপস্থিত সূত্রগুলো বলেছে, আগামী মাসেই পাকিস্তান ফিরবেন নওয়াজ শরীফ। এ বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে কত তারিখে ফিরবেন তা নিশ্চিত হয়নি। উল্লেখ্য, এর আগে থেকেই রিপোর্ট প্রকাশ পাচ্ছে পাকিস্তানি মিডিয়ায় যে, অক্টোবরের মাঝামাঝি দেশে ফিরতে পারেন নওয়াজ। সূত্রগুলো আরও জানিয়েছেন, তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী অক্টোবরের মাঝামাঝি দেশে ফিরবেন।