“স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার পৌরসভা ও ব্র্যাক ডেভেলপমেন্ট (ইউডিপি) যৌথভাবে বিশ্ব বসতি দিবস ২০২৩ পালন করে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যা লী বের করা হয়। র্যালীটি সাভার পৌরসভা ভবন থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর দারিদ্র সুরক্ষা ফোরামের সহসভাপতি রমজান আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: আল মামুন ও সহকারী প্রকৌশলী মো: আলম মিয়া, ব্র্যাকের সার্ভিস সেন্টার ম্যানেজার মো রশিদুল ইসলাম, মাঠ সমন্বয়কারী আয়েশা সিদ্দিকাসহ প্রমূখ। এছাড়াও র্যালীটি নগর দারিদ্র সুরক্ষা ফোরাম, নগর উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়িক সমবায় সমিতির সদস্য ও সিডিওর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সকলের জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসন স্থলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে।