শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

দশমিনায় সড়কে ভয়াবহ ফাটল

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

দশমিনা উপজেলা সদর থেকে বাউফল উপজেলার বগা ইউজিসি ১৪ কিলোমিটার সড়কের বড়গোলদী অংশে ৫০০ ফুট সড়কে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এঘটনায় এলাকাবাসী সহ সড়কে চলাচলকারী যানবাহন চালকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। দশমিনা এলজিডিইর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। স্থানীয় বাসিন্দা রুহুল আমীন জানান, গতকাল বুধবার রাতে প্রচন্ড বৃষ্টিতে সড়কে ফাটলের সৃষ্টি হয়েছে। দশমিনা এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সড়কের ৫/৬ ফুট পাশ নিয়ে ফাটলের সৃষ্টি হওয়ায় সড়কের পাশের গাছগুলো না কেটে সড়কটি সংস্কার করা সম্ভব না।
তিনি আরো জানান, এঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, বিষয়টি এলজিইডির প্রকৌশলীরা পরিদর্শন করেছেন এবং বিষয়টি পটুয়াখালী এলজিডিই কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব দ্রুত সড়কটি সংস্কারের ব্যবস্থা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com