শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::

মার্কিন ভিসানীতি স্বাধীন গণমাধ্যমের জন্য ইতিবাচক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

বিএফইউজে-ডিইউজের বিবৃতি
গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী গণমাধ্যম সংশ্লিষ্টদেরও ভিসানীতির আওতায় নেয়া হবে বলে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যে ঘোষণা দিয়েছেন তা গণতন্ত্র, ভোটাধিকার ও স্বাধীন গণমাধ্যমের জন্য ইতিবাচক বলে মনে করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মার্কিন দূতের ঘোষণাকে যারা গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে ধূম্রজাল সৃষ্টি করছেন তাদের অনেকেই ক্ষমতাসীন সরকারের সংবাদমাধ্যম ও দলননীতির সমর্থক এবং সহযোগী বলেও মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম গত বুধবার এক যুক্ত বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই স্বাধীন সাংবাদিকতার পক্ষে বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করে আসছে। বাংলাদেশে সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ^ সোচ্চার ভূমিকায় রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ভিসানীতির মাধ্যমে সাংবাদিকদের অধিকার হরণ করতে চাইছে-এমন অভিযোগ একেবারেই অবান্তর ও উদ্দেশ্যমূলক। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা স্বৈরতন্ত্রের হাতকে শক্তিশালী করার নামান্তর।
সাংবাদিক নেতারা বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বাইডেন প্রশাসনের নানা পদক্ষেপকে এ দেশের মানুষ স্বাগত ও সাধুবাদ জানাচ্ছে। একইভাবে বিগত ১৫ বছরে বাংলাদেশের গণমাধ্যম ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষুর কাছে যেভাবে আত্মসমর্পণ করেছে তা জনসাধারণের কাছে দিবালোকের মতো পরিষ্কার। যারা ভোটাধিকার হরণ করবে এবং তাতে সহায়তা করবে তাদের জন্যে ভিসানীতি কার্যকর করা হচ্ছে। গণমাধ্যম বা কোনো সাংবাদিক যদি ভোটাধিকার হরণে সহযোগী হয় তাতে ভিসানীতির আওতায় পড়া স্বাভাবিক।
বিবৃতিতে নেতারা আরো বলেন, যেসব গণমাধ্যম জনগণের পক্ষে থাকবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে তাদের ভিসানীতিতে পড়ার কোনো আশঙ্কা বা উদ্বেগ থাকার কথা নয়। বরং গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের পক্ষে সাহসী সাংবাদিকতার জন্যে ভিসানীতি রক্ষাকবচ হিসেবে গণ্য হতে পারে। যারা মার্কিন দূতের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করছেন, প্রকারান্তরে তারা জানান দিচ্ছেন যে, ভোটারাধিকার হরণে তারা সহযোগীর ভূমিকায় রয়েছেন বা থাকতে চান। বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com