মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

খবরপত্র পত্রিকার প্রতিনিধি ধামরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

ঐতিহ্যবাহী ধামরাই প্রেসক্লাবের ৬ম দ্বি-বার্ষিক নির্বাচনে মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ধামরাই প্রতিনিধি আ: কাদের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্র পত্রিকায় ধামরাই প্রতিনিধি মোঃ ওয়াসিম হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার খলিলুর রহমান মুখর ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মাই টিভি ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক কালের কন্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি আবু হাসান ১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ পত্রিকার আ: কাদের ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক ইনকিলাব পত্রিকার ধামরাই প্রতিনিধি আনিস উর রহমান স্বপন ৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে এশিয়ান টিভি ধামরাই প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়া শতাব্দী পত্রিকার ধামরাই প্রতিনিধি গোলাম কিবরিয়া স্বপন ১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরপত্র পত্রিকার ধামরাই প্রতিনিধি ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ধামরাই প্রতিনিধি সারোয়ার হোসেন ১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার শওকত হোসেন সৈকত ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহনা টিভির ধামরাই প্রতিনিধি আব্দুল আহাদ বাবু ১১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অর্থ ও দপ্তর সম্পাদক পদে আনন্দ টিভির ধামরাই প্রতিনিধি মাসুদ সরদার ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক গণকণ্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি মঞ্জুর রহমান ৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরে আলো পত্রিকার জাকির হোসেন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে ভোরের পাতা পত্রিকার আব্দুল হালিম ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ টু ডে পত্রিকার ধামরাই প্রতিনিধি মিলন সিদ্দিকী ১২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ধামরাই প্রতিনিধি মো: মনোয়ার হোসেন রুবেল। প্রসঙ্গত, ধামরাই প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ২০১৩ সালে। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৩১ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com