ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টানা বর্ষণে ফসলি জমি, ফিসারি, সবজি বাগান, রাস্তা ঘাটসহ ডুবে গেছে। সেই সাথে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ব্রিজ ভেঙে চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। গত দুইদিনের টানা বর্ষনে এমন ক্ষতি হয়। এদিকে এমন ক্ষতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে উপজেলা পরিষদে জরুরি মিটিং ডাকা হয়। পরে পানিতে আটকে পড়া সাধারন মানুষের খোঁজ খবর নিতে শুকনো খাবার বিতরণ ও মেডিকেল টিম গঠনসহ এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন কর্মকর্তাগন। ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জামান বলেন, ১৯ হাজার ৩শ ১৫ হেক্টর রোপা আমন লাগানো হয়েছে। এর মধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে প্রায় ৫শ ৮৫ হেক্টর জমির আমন ধান ও ২০ হেক্টর সবজিসহ অন্যান্য ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এসব জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনো বলা যাচ্ছে না। যদি আরো ভারী বর্ষণ হয় তাহলে ক্ষতি হবে। আর যদি না হয় তাহলে হয়তো ক্ষতি কম হবে। তবে ক্ষতির পরিমান এখনি বলা যাবে না এটা পরে বলা যাবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল বলেন, ১হাজার ৪৫ হেক্টর ফিসারী ও পুকুরের মাছ ভেসে গেছে বৃষ্টির পানিতে। এতে ক্ষতির পরিমাণ দাড়িয়েছে প্রায় ১৫ কোটি টাকা। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রান্তিক লেভেলের মৎচাষীসহ সাধারণ কৃষক। উপজেলার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে মাছ চাষিদের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: হাফিজা জেসমিন বলেন, জরুরি মিটিং ডেকে উপজেলার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে। পান্দি বন্দি এলাকায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় রাস্তা ও ব্রিজ ভেঙে গেছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ক্ষতির পরিমান এখনি বলা যাচ্ছে না।