মঠবাড়িয়ায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ ও মাদ্রসার ৫২ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মেধাবি শিক্ষার্থীদের ভাল ভাবে লেখাপড়ায় উৎসাহিত ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে শনিবার সকাল ১০ টায় স্থানীয় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে খলিলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এসময় নুরজাহান এন্ড খলিলুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ূম ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আবুল খায়ের, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজীম উল হক, অধ্যক্ষ আবদুল্লাহ আল মারুফ, অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক রুহুল আমিন,প্রধান শিক্ষক আব্দুল রাশেদ হাওলাদার, পুলিশ ইনেসপেক্টর (তদন্ত) আবদুল হালিম, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু প্রমূখ। উল্লেক্ষ্য, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগি মো: খলিলুর রহামান এর প্রতিষ্ঠিত নুরজাহান এন্ড খলিলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর স্কুল,কলেজ ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে।