আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের পরের ম্যাচে বিবর্ণ বোলিং ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে বড় হার দেখতে হয়েছে টাইগার বাহিনীর। বলা চলে, ইংলিশ পরীক্ষায় ভরাডুবি হয়েছে সাকিব আল হাসানদের। এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি জানালেন, শুরুতে উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ। এছাড়া ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে ভালোগুলো নিয়ে সামনে এগোনোর প্রত্যয় ব্যক্ত করেছেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষেট টসে জিতে ব্যাট করা নিয়ে বলেন, ‘টস জিততে পারাটা ভালো ছিল। গতকাল রাতেও কিছু বৃষ্টি হয়েছে। আমাদের শুরুটা ভালো হয়নি, বিশেষ করে প্রথম দশ ওভার। আমরা দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা দেরি হয়ে গিয়েছিল। আপনি যখন প্রথম দশ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলবেন তখন ৩৫০ রান তাড়া করা অসম্ভব। আমরা উইকেট নিতে ব্যর্থ হওয়ায় মোমেন্টামটা ওদের দিকে চলে যায়। আমরা যতক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি তৎক্ষণে দেরি হয়ে গেছে।’’ বড় রান তাড়া করতে নেমে হোঁচট খায় বাংলাদেশ। এই নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘শুরুর ১০ ওভারেই ৪ উইকেট হারিয়ে ফেললে ৩৫০ রান আপনি করতে পারবেন না। এই মাঠে ৩২০-৩৩০ রান তাড়ায় আপনি আশা দেখতে পারেন। তেমনটাই আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু মাঠে আমরা সেটি করে দেখাতে পারিনি।’ এদিকে এমন হার থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন সাকিব, ‘লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে খেলতে হবে।’