রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
প্রথম পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অর্জন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিনের সঙ্গে ফখরুলের বৈঠক জননেতা হাফিজ ইব্রাহিমকে নিয়ে ফেসবুকে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ত্রিশালে মাছ উৎপাদনে ১ বছরে এআই পদ্ধতিতে উৎপাদন খরচ কমবে প্রায় শত কোটি টাকার, জমি সাশ্রয় হবে দুই হাজার হেক্টর ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর যড়ষন্ত্র করছে-রিজভী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি: গোলাম পরওয়ার মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রতিবাদের নয়া ধরন, নাচতে নাচতে পার্লামেন্টে বিল ছিঁড়লেন তরুণী এমপি আলু-পেঁয়াজের দাম বাড়ছেই

কেন বিয়ে করেননি? নিজেই জানালেন রাহুল গান্ধী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

বয়স হয়েছে ৫৩। কেন বিয়ে করেননি? সে কথা নিজেই জানালেন ভারতের বিরোধী দল কংগ্রেস এমপি রাহুল গান্ধী। রাজস্থানের জয়পুরের একটি কলেজে ছাত্রীদের প্রশ্নের জবাবে উত্তরটা দেন রাহুল। তিনি জানান, নিজের কাজ এবং কংগ্রেসের সাথে এতটাই ‘জড়িয়ে রয়েছেন’ যে এখনো তিনি অবিবাহিত।
জয়পুরের মহারানি কলেজের ছাত্রীদের সাথে রাহুলের কথোপকথনের ভিডিও পোস্ট করা হয়েছে তার সমাজমাধ্যমে। সেখানে দেখা গেছে, ছাত্রীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন রাহুলকে। তিনি কী খেতে পছন্দ করেন, কী দিয়ে রূপচর্চা করেন এসবও জিজ্ঞেস করেন ছাত্রীরা। তখনই তার বিয়ে না করার প্রসঙ্গও ওঠে। একে একে সব প্রশ্নের জবাব অবলীলায় দিয়েছেন রাহুল। এক ছাত্রী প্রশ্ন করেন, ‘আপনি এত সুন্দর দেখতে। এত স্মার্ট। তা হলে বিয়ের বিষয়ে ভাবেননি কেন?’ জবাবে রাহুল বলেন, ‘ভাবিনি কারণ, আমি আমার কাজ আর কংগ্রেস দলের সাথে সম্পূর্ণভাবে জড়িয়ে রয়েছি।’
কী খেতে পছন্দ করেন, তা-ও জানিয়েছেন রাহুল। তিনি জানান, উচ্ছে, মটরশুঁটি আর পালং ছাড়া কোনো কিছু খেতেই তার আপত্তি নেই। আর কখনো যাননি, এমন জায়গায় যেতেই পছন্দ করেন তিনি। তার কথায়, ‘আমি সব সময় নতুন জায়গায় যেতে পছন্দ করি।’
এর পর নারীদের আর্থিক স্বনির্ভরতা নিয়েও কথা বলেন রাহুল। তিনি বলেন, ‘নারীদের কখনো বোঝানোই হয় না যে, টাকা, ক্ষমতা কী ভাবে কাজ করে? আসলে টাকা কী?’ তিনি মনে করেন, সেটা বোঝানো হয় না বলেই সমাজে এত লিঙ্গবৈষম্য। তিনি বলেন, ‘যদি কোনো নারীর কাজ থাকে, অথচ টাকা না থাকে, তা হলে তাতে কোনো লাভ নেই। কিন্তু যদি কারো চাকরি নেই, অথচ তিনি আর্থিক বিষয়টি বোঝেন, তা হলে তা ভালো। এগুলো না বোঝা পর্যন্ত নারীদের পুরুষের উপর নির্ভর করতে হবে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com