বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

ভালুকায় ভিপি ক: খতিয়ানভুক্ত জমিতে প্রভাবশালী গড়ে তুলছে বহুতল ভবন

বিল্লাল হোসেন (ভালুকা) ময়মনসিংহ
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় সরকারি ভিপি ক: খতিয়ানভুক্ত জমিগুলো প্রতি বছরের লীজ দেওয়া হয়ে থাকে। লীজ না থাকলেও অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন নির্মাণকাজের অভিযোগ। জানা যায়, উক্ত সরকারি ভিপি ক: খতিয়ানভুক্ত জমি লীজ না থাকলেও গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। সরজমিন গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও ভূমি অফিসের কাগজপত্র দেখে পাওয়া গেছে। উপজেলার বরাইদ গ্রামের শিলাসিপাড়ার মৃত: ইদু খানর ছেলে লোকমান হেকিম গং এর নামে লোহাবই মৌজার সরকারি ভিপ ক: খতিয়ানভূক্ত (৪৬৫ নং খতিয়ানের) (৩৯০ নং দাগে,(১২ শতাংশ), (৩৬২ নং দাগে ৪১ শতাংশ ),(৩৬০ দাগে ২.৪২ শতাংশ), (৩৬১ দাগে ১১ শতাংশ),( ৩৬৯ দাগে ১৭),( ৩৫৯ দাগে ৪৪ শতাংশ)= মোট ৩. একর ৬৭ শতাংশ) জমি লীজ নেয়। লীজকৃত জমিতে জানুয়ারি এর ১৯৮৮ সনের লীজ মানি ও বেট বকেয়া রয়েছে। উত্ত লীজ মানি ও বেট পরিশোধের জন্য ২৯/১২/ ২০২১ইং পরিশোধ না করায় লীজ বাতিলের জন্য। উপজেলা সহকারী ভূমি কমিশনার লোকমান হেকিম গং কে সতর্ক নোটিশ দেয়। এদিকে স্থানীয় দলিল লেখক মাহফুজ ও লোকমান হেকিম গং এবং বুলবুল গং ইউনিয়ন সহকারী ভূমি অফিসের সাথে আতাত করে ওই লীজকৃত জমিতে বহুতভবন নির্মাণ করছে। বহুতল ভবন নির্মাণকারী বুলবুল গং স্বীকার করে বলেন, লোকমান হেকিম গং এর কাছ থেকে দখলকৃতভাবে ৮০ হাজার টাকা সাইবস্ত করে ক্রয় করিয়া বাড়ির নির্মাণকাজ করছি। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস জড়িত বলে, স্থানীয় সুশীল সমাজে গুঞ্জন উঠেছে। মেদুয়ারী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকতা জানান, লোকমানের নামে লীজ নেওয়া আছে তবে বিক্রয়ের বিষয়টি আমার জানা নেই। তাছা এ জমি বিক্রয় করার তো প্রশ্নই উঠে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com