রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু কোরাইশ আপেল কুমিল্লা উত্তর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালীসহ ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ টোল প্লাজা সংলগ্ন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে উত্তর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়। আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শের ই আলমের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী। পরে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয় এবং বর্নাঢ্য একটি র‌্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সহ-সভাপতি কবির হোসেন,মোশাররফ হোসেন,পৌর শ্রমিক লীগ সভাপতি আবু সায়েম বাবু,উপজেলা যুবলীগ আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com