শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::

ময়মনসিংহের সড়কে ৬ মৃত্যু: বাস চালক গ্রেপ্তার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে বাস দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক ওবায়দুল্লাহকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওবায়দুল্লাহ জেলার ত্রিশাল উপজেলার মো. সুর্য্যত আলীর ছেলে। তিনি রা‌ব্বি সেতু (ঢাকা মেট্রো-জ-১৪-১০০৪) বাসের চালক। গ্রেপ্তারের বিষয়টি ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত বুধবার সকালে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চাকা ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় ফেটে যায়। বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা বদলানোর চেষ্টা চলছিল। কয়েকজন বাসের সামনে দাঁড়িয়ে তা দেখছিলেন। কেউ বাসের ভেতরেই বসে ছিলেন। তখন পেছন থেকে আরেকটি বাস এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়া পথে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার কাঠাল গ্রামের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (২৮), একই উপজেলার নওপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে খাইরুজ্জামান লিটন মিয়া (৩২), ওই উপজেলার রাগামারা গ্রামের আহেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩০), সদর উপজেলার চুরখাই এলাকার সাইফুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মেহেক মুন্সির ছেলে আলতাব হোসেন (৬০)। অপর একজন নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে আলতাব হোসেন গাজীপুরে কসাইয়ের কাজ করতেন। বাকিরা ভালুকায় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করতেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com