শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

বিমানে হেনস্তার শিকার অভিনেত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

মুম্বই থেকে কোচি ফেরার পথে বিমানের ভিতর হেনস্তার শিকার হলেন জনপ্রিয় মালায়লম অভিনেত্রী দিব্যা প্রভা। অভিযোগ, বিমানের সহযাত্রী এক যুবক মদ্যপ অবস্থায় তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। পুরো ঘটনার কথা উল্লেখ করে দিব্যা সামাজিক মাধ্যমে লিখে জানিয়েছেন, এক ব্যক্তি হঠাৎই তার আসনের পাশে বসেন। বসার পর থেকেই আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন সেই ব্যক্তি। অশ্লীল কথাও বলেন। বিমানসেবিকাকে বলেও কোনো কাজ হয়নি। অভিনেত্রী আরও জানিয়েছেন, কোচি বিমানবন্দরে নেমে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রের সঙ্গে বিমানের টিকিটও জমা দিয়েছেন। অভিযোগপত্রে লিখেছেন, ভবিষ্যতে এ রকম যেন কোনো নারীর সঙ্গেই না ঘটে। এর আগে উরফি জাভেদের সঙ্গেও এমনটা ঘটেছিল। মুম্বই থেকে গোয়া যাওয়ার বিমানে মদ্যপ অবস্থায় কয়েকজন বিমানযাত্রী তাকে দেখে নোংরা মন্তব্য এবং অঙ্গভঙ্গি করতে থাকেন। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করলেও তার কথা নাকি কানে নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছিলেন। পরে সমাজ মাধ্যমে এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com