শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম ::

পাবনায় বিস্ময়কর বালক হিমেল ১০৬ দিনে কোরআনের হাফেজ

মোবারক বিশ্বাস পাবনা
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

পাবনায় বিস্ময়কর বালক হাসানাত রহমান হিমেল(১৪) ১০৬ দিনে পুরো ৩০ পারা কোরআন মুখস্ত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সে ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের হাবিবুর রহমান হাবিবের ছেলে। হাসনাতুর রহমান হিমেল ঈশ্বরদীর জয়নগর দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র হিফজ বিভাগের ছাত্র। পাবনা ওলামা পরিষদের সাধারণ সম্পদকের দাবি হাসনাত রহমান হিমেল পাবনার একমাত্র গৌরব যে এই অসাধ্যকে সাধন করেছে। ৪ বা ৫ বছরে নয়, মাত্র ১০৬ দিনে (৩মাস ১৫দিনে)সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন ঈশ্বরদীর জয়নগর দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র হিফজ বিভাগের ছাত্র হাসানাত রহমান হিমেল। হিমেল অষ্টম শ্রেনী পাশ করার পর পরিবারের কাছে দাবি জানায় সে কোরআনের হাফেজ হবে। হাসানাত রহমান হিমেল এর বাবা ছেলের আবদার পুরন করতে জয়নগর দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় ভর্তি করে দেন গত ২০২১ সালের শেষ দিকে। এরপর হিমেল মাদ্রাসার মক্তব বিভাগের ১ম ধাপ, ২য় ধাপ ও ৩য় ধাপ শেষ করে, গেল রমজান মাসে হিফজ বিভাগে ভর্তি হয়। হিফজ বিভাগে ভর্তি হওয়ার পর মাদ্রাসার শিক্ষকদের অবাক করে দিয়ে, অস্বাভাবিক গতিতে পবিত্র কোরআন মুখস্ত করতে থাকে। যেখানে অন্য ছাত্ররা দিনে ১ পাতা মুখস্ত করতে পারে না। সেখানে হিমেল একদিনে ৩ পাতা থেকে ২০ পাতা কোরআন মুখস্ত করেন। হাসানাত রহমান হিমেল এর এমন সাফল্যে আনন্দিত মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও তার পরিবারের সদস্যরা। হাসানাত রহমান হিমেল সকলের কাছে দেয়া প্রার্থনা করেন, তিনি যেন একজন ইসলামের সেবক হিসাবে কাজ করে যেতে পারেন। হিমেলের শ্রেণী শিক্ষক হাফেজ আশরাফুল ইসলাম বলেন, তার মেধা শক্তি এত প্রখর যে কোরআনের কোন আয়াত বা সুরা ১বার বা দুই বার পড়লে মুখস্ত হয়ে যায়। এদিকে বিস্ময়কর বালক হাসানাত রহমান হিমেল এর ১০৬ দিনে কোরআন মুখস্ত করায় প্রতিষ্ঠান তাকে সম্মামনা জানিয়ে সংবর্ধনার আয়োজন করে। উক্ত সংবর্ধনায় প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম। তিনি বলেন পাবনা জেলায় ১০৬ দিনে কোরআনের হাফেজ হিমেল পাবনার গর্ব। ইতিপুর্বে কেউ এত স্বল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। হিমেলের সাথে সরাসরি দেখা করতে পেরে তিনি গর্বিত। ১০৬ দিনে হিফজ্ সম্পন্নকারী হাফেজ আমার ছেলে হাসানাত রহমান হিমেল কে শুক্রবার (জুম্মার নামাজের সময়) বিশেষ ভাবে সম্মানিত করলেন ঈশ্বরদীর জয়নগরস্হ স্বপ্নদীপ রিসোর্ট এর স্বত্বাধিকারী আলহাজ্ব খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি ও অত্র জয়নগর দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার মুহতামিম ও অত্র মসজিদের খতিব মাওলানা মো: মিজানুর রহমান এবং উপস্থিত মুসল্লীগন। হিমেলের বাবা হাবিবুর রহমান বলেন, আমার ছেলের এমন সাফল্যে তিনি গর্বিত। মহান আল্লাহ তার ছেলেকে একজন প্রকৃত আলেম হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করেন, এজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com