শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::

‘খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ রাজপথে নেমে আসবে’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নারী আইনজীবীদের সমাবেশ
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বাংলাদেশ বার কাউন্সিলের সামনে বিক্ষোভ সমাবেশে করেছেন নারী আইনজীবীরা। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) বার কাউন্সিল ও সুপ্রিম কোর্টের সামনে বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নাসরিন আক্তারের স ালনায় নারী আইনজীবীদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত শতাধিক নারী আইনজীবী হাতে কালো পতাকা নিয়ে সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলের সামনের সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বর হলেও দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। অথচ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলে দিয়েছেন, দেশে আর তার চিকিৎসা সম্ভব না। এর পরেও তাকে চিকিৎসা না করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তার যদি কিছু হয়, দেশের মানুষ রাজপথে নেমে আসবে। সেজন্য প্রধানমন্ত্রী দায়ী থাকবেন।’
সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সরকার তাহমিনা সন্ধ্যা, শামীমা সুলতানা দিপ্তি, আনজুমানারা মুন্নী, জামিলা মমতাজ, কাওসার পারভীন মুন্নী, নূসরাত ইয়াসমিন সুমাইয়া, নার্গিস পারভীন এলিজা, জাকিয়া আনারকলি, নূর বাঁধন, তাহমিনা বেগম হাশমী, আফসানা শুভ্র, মৌসুমি আক্তার, আয়েশা আক্তার, মনিরা বেগম চৌধুরী, সালমা সুলতানা সোমা, রোজিয়া বেগম, রুনা লায়লা, নূর জাহান বেগম বিউটি, সাবিনা ইয়াসমিন লিপি, ফাতেমা আক্তার, শেফালী খাতুনসহ শতাধিক নারী আইনজীবী। সমাবেশে ফাহিমা নাসরিন মুন্নী বলেন, ‘বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার কেড়ে নেয়া হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। দেশে গণতন্ত্র ফিরে আসবে। বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন ইনশাআল্লাহ।’ নাসরিন আক্তার বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বার কাউন্সিলের সামনে সমাবেশ করছি। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে মুক্তি দিন। বিদেশে সুচিকিৎসার সুযোগ দিন। চিকিৎসা পাওয়া তার আইনি অধিকার। এই অধিকার থেকে তাকে বি ত করবেন না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com