রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জ সদরে অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

মানিকগঞ্জ সদর উপজেলায় টেকসই উন্নয়ন অভিষ্ট-০৪ মানসম্মত শিক্ষা” নিশ্চিতকল্পে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ, স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের মাঝিপল্লীর ৪০ জন শিক্ষার্থীর মাঝে এই বিতরণ করেন সদর উপজেলা প্রশাসন। এসময় অনগ্রসর জনগোষ্ঠী পরিবারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিননআহমেদ রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা জ্যোতিশ্বর পাল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: হামিমুর রশিদ, পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মিনার উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবক দিবাংশু বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে আনতে হলে সরকারি সকল সুযোগ সুবিধা তাদের প্রদান করতে হবে। তাদের সন্তানদের পড়াশোনা নিশ্চিত করতে তিনি তাগিদ প্রদান করেন। এ সময় কোমলমতি শিশুদের পড়াশোনা করে ভালো মানুষ হবার আহ্বান জানান। শিশু শিক্ষার্থীরা স্কুল ব্যাগ পেয়ে বেজাই খুশি হন। এছাড়া তাদের পরিবারে বিশেষ উপহার সামগ্রী ও গাছের চারা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com