আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে উল্লাপাড়া উপজেলার হাঁটিকুমরুল ইউনিয়নের ৭ ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে “উঠান বৈঠক” করেছেন ৬৫ সিরাজগঞ্জ-০৪, উল্লাপাড়া’র দুই দুইবারের সফল জাতীয় সংসদ সদস্য,জননেতা তানভীর ইমাম এমপি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় যে কয়জন রাজনীতিবিদ ও সমাজকর্মী তাদের মহান কাজের জন্য চির অমরতা লাভ করেছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। তিনি আজকে বিশ্বের বিস্ময় হয়ে উঠেছেন নিজ কর্মগুনে। শেখ হাসিনা তার নিজস্ব জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে একটি স্বল্পোন্নত দেশকে খুব কম সময়ে উন্নত দেশের কাতারে নিয়ে এসেছেন। তিনি দেশের উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সর্বশেষ তার হাত ধরে বহু প্রতিক্ষার পর একটি পরমাণু শক্তিধর দেশ হিসাবে বাংলাদেশ অবশেষে যাত্রা শুরু করেছে। আত্মপ্রকাশ হল নিউক্লিয়ার ক্লাবের ৩৩ তম গর্বিত সদস্য হিসেবে। পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জড়িত রাশিয়ান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ইউরেনিয়াম হস্তান্তর করেছে। ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঐতিহাসিক এই কমিশনিং এর মধ্য দিয়ে ইউরেনিয়াম জ্বালানির যুগে প্রবেশ করল বাংলাদেশ। এই প্রকল্প দেশের উন্নয়নের মাইল ফলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক সরকার। এ সময়ে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা’সহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হেদায়েতুল আলম রেজা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।