পিরোজপুর জেলার রাজনীতি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির উভয়ের অবস্থান বরাবরই ক্রিটিকাল। আওয়ামী লীগের মধ্যে পারিবারিক ঐতিহ্য নিয়ে রাজনীতি হচ্ছে বিগত বছরগুলোতে। আবার জনপ্রিয় দল বিএনপির অবস্থান তুলনামূলক মজবুত নয়। কিন্তু বিএনপির প্রার্থীদের বরাবরই কপাল পুড়ছে জামাত বিএনপির জোটের কারণে। অবশ্য আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থীদের কপাল খুলছে দারুণ ভাবে। আর সেই কারণে পিরোজপুর-২ আসনে (নেছারাবাদ-কাউখালি ও ভান্ডারিয়া) উপজেলার মধ্যে বিএনপির প্রার্থীর ছড়াছড়ি পরিলক্ষিত হচ্ছে। নেছারাবাদ থেকে ফকির নাসির উদ্দীন, ফখরুল আলম, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, মোঃ সিরাজুন নবী মামুন ও আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত রয়েছে মনোনয়ন প্রত্যাশী হিসেবে। তবে কাউখালি উপজেলার মধ্যে কোন প্রার্থী নেই মনোনয়ন প্রত্যাশী হিসেবে। অবশ্য বড় চমকে চমকে শিহরিত ভান্ডারিয়া উপজেলার বিএনপির নেতা কর্মীরা। বহুদিন পর আবারও স্বপ্নের নায়কের মত আর্বিভাব হচ্ছে ভান্ডারিয়া উপজেলার মধ্যে বিএনপির রাজনীতির মাঠে। আর হ্যা আমরাও সুপ্রিয় পাঠকদের জন্য বলছিলাম বিএনপির রাজনীতিতে যোগদানের মধ্য দিয়ে চমকের রাজনীতি শুরু করে। অবশ্য বিগত বছরগুলোতে সরাসরি বি এন পির মাঠে না থাকলেও মনে মনে জাতীয়তাবাদীর আদর্শে বিশ্বাসী ছিলেন সরকারি ভান্ডারিয়া কলেজের সাবেক ভিপি। আর সেই কারণে মনের টানে পিরোজপুর রাজনীতির মাঠে শক্তিমাত্রা বৃদ্ধি করার জন্য আর্শীবাদ হিসেবে হাজির হয়েছেন।অবশ্য জনমত জরিপে সাধারণ ভোটাররা বলেন, ভান্ডারিয়ায় বহু দিন পর যোগ্য ও সময় উপযোগী নেতা পেয়েছেন। নিঃসন্দেহে মাহমুদ হোসাইন যোগ্য দাবীদার পিরোজপুর-২ আসনের উন্নয়নের জন্য। বিশেষ করে ভান্ডারিয়া উপজেলার মধ্যে মহাজোটের শক্তিশালী নেতা আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) রয়েছে। পাশাপাশি মাত্রাতিরিক্ত টাকার গরমে মহিউদ্দিন মহারাজ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে। এ ব্যাপারে সুশীল সমাজের শীর্ষ নেতৃবৃন্দরা বলেন, বিএনপিতে যোগদানের ফলে ভান্ডারিয়াবাসীরা একজন চমৎকার নেতা পেয়েছে। আর সেই কারণে পিরোজপুর-২ আসনে বিএনপির আর্শীবাদ হতে যাচ্ছে সময়ের আলোচিত নেতা মাহমুদ হোসাইন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেন, গত ১৫ বছর বিএনপি ক্ষমতার বাহিরে। অর্থ নৈতিক ভাবে শক্তিশালী নয়। অবশ্য জনপ্রিয়তায় বি এন পি অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে। যদিও টাকার কাছে জনপ্রিয়তাও মাঝে মধ্যে হার মনে ।আর সেই বিবেচনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসাইন অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে স্থানীয় আওয়ামী লীগ কিংবা মহাজোটের প্রার্থীদের চেয়ে। অর্থ নৈতিক ভাবে দারুণ শক্তিশালি বিএনপির অন্য প্রার্থীদের চেয়ে। নির্বাচনী মাঠে যুদ্ধ করতে হলে জনপ্রিয়তার পাশাপাশি মোটা অঙ্কের অর্থ কড়ি দরকার। আর সেই কারণে পিরোজপুর-২ আসনের তিন উপজেলার মধ্যে বিএনপির সাধারণ ভোটাররা দারুণ মুগ্ধ। আনোয়ার হোসেন মঞ্জুর জেপির সাথে ভোটের যুদ্ব করতে হলে বি এন পির প্রার্থীদের বহু গুণাবলী নিয়ে মাঠে থাকতে হবে। এব্যাপারে পিরোজপুর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, পিরোজপুর-২ আসনের উন্নয়নের জন্য আর্শীবাদ বয়ে আনবে মাহমুদ হোসাইন। সদ্য যোগ দেওয়া নেতা মাহমুদ হোসাইন ভান্ডারিয়া-নেছারাবাদ ও কাউখালীর বিএনপির জন্য আর্শীবাদ। চলতি সময়ে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের যুদ্ধে টিকতে হলে মাহমুদ হোসাইনের বিকল্প নেই। সরকার দলীয় কিংবা মহাজোটর সাথে জনপ্রিয়তা,কিংবা রাজনৈতিক ইমেজ কিংবা অর্থকড়ি দিয়ে টিকে থাকার সব গুনাগন বিদ্যমান মাহমুদ হোসাইনের মধ্যে রয়েছে। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা শুধু একটা বিষয়ে শংকা প্রকাশ করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হওয়া নিয়ে। অবশ্য পিরোজপুর-২ আসনে দলের মধ্যে (নেছারাবাদ-কাউখালি ও ভান্ডারিয়া) আহামরি কোন্দল নেই। অবশ্য দল থেকে মনোনয়ন না পাওয়ার কারনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চাপা ক্ষোভ থাকতে পারে। কিন্তু শেষ সময়ে ধানের শীষের প্রতিকের প্রতি ক্ষোভের চিন্তা ভাবনা থাকবে না। গত পনের বছর ক্ষমতার বাইরে থাকায় বিএনপির সাধারণ ভোটাররা মনখুলে ভোট দিবেন মাহমুদ হোসাইনকে।সর্বশেষ কথা হয় সরকারি ভান্ডারিয়া কলেজের সাবেক ভিপি ও সদ্য যোগ দেওয়ার সময়ের আলোচিত জন দরদী নেতা মাহমুদ হোসাইনের সাথে। তিনি বলেন, আমি সাধারণ মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করি। দীর্ঘদিন ধরে পিরোজপুর-আসনে (ভান্ডারিয়া-কাউখালি ও স্বরূপকাঠি) উপজেলার মধ্যে বিএনপির অবস্থান নড়েচড়ে ছিল। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শে এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনুরোধে আমি জনপ্রিয় দল বিএনপির রাজনীতির মাঠে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে দলের প্রয়োজনে মানুষের জন্য কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।