বুধবার, ১৫ মে ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

মাফরুজা সুলতানা আহ্বায়ক এডভোকেট কাজী মোঃ আজম সদস্য সচিব মনোনীত

মোঃ আশিক পণ্ডিত, বোরহানউদ্দিন
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে শক্তিশালী করার লক্ষ্যে এবং ভোলা-২ আসনের সাবেক এমপি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এর ফলে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক কাজ আরো সুসংগঠিত হবে।
৫৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মাফরুজা সুলতানা আহ্বায়ক এবং এডভোকেট কাজী মোঃ আজম সদস্য সচিব মনোনীত হয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম গত ২১ অক্টোবর ২০২৩ নতুন কমিটির অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন। বর্তমান নবগঠিত কমিটির আহ্বায়ক মাফরুজা সুলতানা আগের কমিটির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম আগের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব ছিলেন।
কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরোয়ার আলম খান, অন্যান্য যুগ্ম-আহ্বায়করা হলেন: মোঃ হাসান হাওলাদার, মোঃ গিয়াস চৌধুরী, মোঃ মনজুরুল আলম ফিরোজ,মোঃ হুমায়ুন কবির সেলিম, মোঃ শহিদুল আলম নাসিম, মোঃ রাশেদ মমিন ভুইয়া, মোঃ লিটন চৌধুরী, মোঃ জাবেদ ইকবাল সোহেল।
কমিটির সদস্য হিসেবে প্রথমেই রয়েছেন ফজলুর রহমান বাচ্চু মোল্লা। অন্য সদস্যগণ হলেন: এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক জাকির হোসেন, মোঃ আল এমরান খোকন, আব্দুল অজুদ মাস্টার, মোঃ নুরুল আমিন মিয়া,এডভোকেট ফরিদুর রহমান, মোঃ জসিম উদ্দিন চৌধুরী, আবু তাহের মিয়া, মোঃ নাগর মিয়া,মোঃ কামাল উদ্দিন হাওলাদার, মোঃ তোফাজ্জল হোসেন মিয়া,রুহুল আমিন মোল্লা, নেছার উদ্দিন বাহার মিয়া,মোঃ জাহের বাকলাই, মোঃ আমির হোসেন বেপারী, মোঃ কাজল হাওলাদার, মোঃ আমান উল্লাহ, মোঃ লোকমান মাস্টার, মোঃ বাবর চৌধুরী, মোঃ সামিম খান,মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মোঃ মামুনুর রশীদ, মোঃ বাহার চৌধুরী, মোঃ ইকবাল হোসেন হাওলাদার, শেখ সাদী হাওলাদার, মোঃ আবুল কাশেম মেম্বার, ইশরাত জাহান বনি,মোঃ নেয়ামুল হক হাওলাদার, মোঃ বাহাউদ্দীন বাবুল মিয়া, মোঃ শাহীন হাওলাদার, প্রফেসর আমিনুল ইসলাম জামাল, মোঃ আকবর হোসেন মাল,হাবিবুর রহমান সিকদার, আব্দুস ছালাম আখন,মোঃ তোহা চৌধুরী, জোছনা বেগম রুবিনা, এডভোকেট মনজুরুল ইসলাম, মোঃ তাফসির আহমেদ বাবু ভুইয়া,মোঃ ছমেদ ভুইয়া,মোঃ দুলাল মিয়া,মোঃ মাকসুদ মহাজন, পারভীন বেগম, মোঃ নেয়ামুল করিম মিয়া,মোসলেউদ্দিন তারজু,রোকসানা পারভিন স্বপ্না,মোঃ জসিম মাতাব্বর, মোঃ আল-আমীন। নবাগত উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বোরহানউদ্দিন উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আগামীর আন্দোলন-সংগ্রামের রাজপথে থাকতে হবে। ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির সবসময় ঐক্যবদ্ধ থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com