সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

বগুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যো বীজ ও সার বিতরণ

বগুড়া প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্রা, সরিষা, শীতকালীন পেয়াজ, মূগ,ও মসুর এবং শীতকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক -কৃষানীদের মাঝে বিনামূল্যো বীজ ও সার বিতরণ এর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সদর -আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য জননেত্রী শেখ হাসিনা কৃষকদের নানা ধরনের সহায়তা প্রদান করেছেন এবং কৃষি কাজে প্রযুক্তির ব্যবহারের বিকাশ ঘটিয়েছেন। গতকাল সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সদর এর আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক। বগুড়া সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি, কৃষি সম্প্রসারন অফিসার মনিরা আকতার, উপসহকারী কৃষি অফিসার শাহ কামাল, রেজাউল করিম, সাহাবুল ইসলাম, রাশেদুলসহ কৃষি দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী, কৃষক ও কৃষাণীবৃন্দ। অনুষ্ঠানে ৩ হাজার ৬ শত ৪০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে গম, ভূটা, সরিষা, সূর্যমুখী, পেয়াজ, চিনাবাদাম, মুগ, মসুর এর বীজ এবং প্রতিজন কৃষককে ডিসপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com