মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে খরিপ/২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩২৫ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালিন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কৃষি অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আজম আলীসহ অন্যরা। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১ কেজি পেঁয়াজ, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি, বালাইনাশক, নাইলন দড়ি, পলিথিন দেয়া হয়। এছাড়া শ্রমিক খরচের জন্য ৩২৫ জন কৃষকের মাঝে ১৭ লাখ ৮২ হাজার ৩’শ টাকা বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com