শনিবার, ২৯ জুন ২০২৪, ০২:০২ অপরাহ্ন

গজারিয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এমপি সদস্য এড.মৃণাল কান্তি দাস

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি নাম বলেছেন, সাম্প্রদায?িক সম্প্রীতির মেলবন্ধন অটুট রেখে একটি উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে আবারও নৌকা মার্কায় ভোট দিন। দেশবিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র-চক্রান্তের হাত থেকে বাংলাদেশ ও দেশের জনগণকে রক্ষা করতে এবং উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। রবিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সাংসদ নিজস্ব অর্থায়নে প্রতিটি মন্দিরে আর্থিক সহযোগিতা ও শাড়ী,লুঙ্গি প্রদান করেন। এড.মৃণাল কান্তি দাস এমপি পূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন সহযোগিতার ফলে সকল পূজারীবৃন্দগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির সহধর্মিণী নিলামা দাস বেবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েব আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. সাহিদ হাসান লিটু, হাফিজুজ্জামান খান জিতু, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজ বংশী, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন খান প্রমুখ। তিনি আরও বলেন, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে এ দেশ মাতৃকার মুক্তির জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই রক্ত দিয়েছে। পরিদর্শন শেষে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দূর্গা পূজায় শান্তি, শৃঙখলা বজায় রাখার জন্য পুলিশ সর্বদা প্রস্তুত আছে,প্রতিটি পূজা মন্ডপেই ২৪ ঘন্টা স্বেচ্ছাসেবক, আনসার সদস্য ও পুলিশের সদস্য’রা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com