রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে এগিয়ে আসুন: ড. মুহাম্মদ রেজাউল করিম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

দেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও আত্মনির্ভরশীল করার জন্য সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সহ বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি গতকাল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানা আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র ব্যবসায়ি ও নবীন উদ্যোক্তাদের মাঝে অর্থিক অনুদান প্রদান-২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা নায়েবে আমীর মোহাম্মদ হারুনুর রশিদ তারিকের সভাপতিত্বে ও সেক্রেটারি বদিউজ্জামান বকুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক উসমান গনি জুয়েল, যুব বিভাগের পরিচালক মুহাম্মাদ আতিয়ার রহমান আতিক, ওয়ার্ড সভাপতি মাইনুল ইসলাম, জামায়াত নেতা মাসুম বিল্লাহ, রিজভী আহমেদ ও আব্দুল মতিন প্রমূখ। ড. রেজাউল করিম বলেন, আত্মনির্ভরশীল জনগণ মানেই আত্মনির্ভরশীল জাতি। সমৃদ্ধ জাতি মানেই সমৃদ্ধ দেশ। জামায়াত একটি আদর্শবাদী, গণমুখী কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠালগ্ন থেকে সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে আমরা সবসময়ই আপোষহীন। জনগণের ম্যান্ডেট নিয়ে জামায়াত কখনো সরকার গঠন করতে পারলে অগ্রাধিকার ভিত্তিতে দেশের সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থানের কর্মসূচি গ্রহণ করবে। কিন্তু জামায়াতের হাতে এখন ক্ষমতা নেই। আর রাষ্ট্রের দায়িত্ব সাংগঠনিকভাবে পালন করা সম্ভব নয়। তারপরও আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনকে গতিশীল ও বেগবান করার জন্য সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, চলমান গণআন্দোলনে ভীত হয়ে সরকার এখন ক্ষমতা হারানোর ভয়ে প্রমাদ গুণতে শুরু করেছে। তারা অবৈধ ক্ষমতা রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। কিন্তু এতে তাদের শেষ রক্ষা হবে না। সচেতন জনতা এদেশে ভোট চুরির নির্বাচন আর কখনো হতে দেবে না বরং নির্বাচনকালীন দলনিরপেক্ষ কেয়ারটেকার সরকারের গণদাবি মানতে সরকারকে বাধ্য করবে। তিনি নির্বাচনকালীন কেয়ারটেকার, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, কারাবন্দী সকল শীর্ষনেতাসহ আলেম-উলামার নিঃশর্ত মুক্তির গণদাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর অহুত শাপলা চত্তরের সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করতে সকল স্তরের নগরবাসীর প্রতি আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com